DailySangram-Logo-en-H90

দুর্ঘটনা

ডোমারে ট্রাকের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় রাকিব ইসলাম (১২) নামের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জোড়াপাখরি এলাকার সাইফুল ইসলামের ছেলে ও ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

Printed Edition

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় রাকিব ইসলাম (১২) নামের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জোড়াপাখরি এলাকার সাইফুল ইসলামের ছেলে ও ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাইকেলে করে পাশ্ববর্তী গ্রামে অনুষ্টিত তাফসীর মাহফিলে যাওয়ার সময় ডোমার পৌরসভা হাটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।