DailySangram-Logo-en-H90

দুর্ঘটনা

রাজশাহীতে বিভিন্ন দুর্ঘটনায় চারজন নিহত

রাজশাহীতে বিভিন্ন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজন সড়কে এবং এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

Printed Edition

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বিভিন্ন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজন সড়কে এবং এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার নতুন কসবায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায় একটি যাত্রীবাহী বাস। এতে দুজন নিহত হন। আহত হন পাঁচজন। হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।

সাইকেল থেকে পড়ে মৃত্যু: গত রোববার বিকেল ৫টার দিকে রাজশাহীর তানোরে বাইসাইকেল নিয়ে ব্যায়াম করতে গিয়ে সাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক সাখাওয়াত হোসেন (২২) তানোর পৌর সভার টেকনিক্যাল এন্ড বিসনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের সহকারী শিক্ষক গুবিরপাড়া গ্রামের খালিদুর রহমানের পুত্র। ব্যায়াম করার জন্য বাইসাইকেল নিয়ে সাখাওয়াত মোহর গ্রামের দিকে যাবার সময় হাকিম বাজার মোড়ের কাছে হঠাৎ বাই সাইকেল থেকে পড়ে যান। এসময় মোড়ের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অগ্নিদগ্ধ নারীর মৃত্যু: রোববার সকালে রাজশাহীর পুঠিয়ায় মারুফা (২৫) নামের এক প্রতিবন্ধী নারী অগ্নিদগ্ধ হওয়ার সাত দিন পর রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যান। মারুফা বানেশ্বর ইউনিয়নের বগারট্যাক এলাকার ইন্তাজ আলীর মেয়ে। ২৬ জানুয়ারি সকালে রুটি তৈরি করার সময় তার কাপড়ে আগুন লেগে যায়। পরে তার মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২ ফেব্রুয়ারি ভোরে তিনি মারা যান।