DailySangram-Logo-en-H90

বাংলাদেশ

সাজেকের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতি

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক আগুন লেগে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে। এতে ৪৫ রিসোর্ট, ৪০ রেস্টুরেন্ট ও ৬০টি ঘরবাড়ি পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনলাইন ডেস্ক
সাজেকের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতি
সাজেকের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতিNone

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক আগুন লেগে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে। এতে ৪৫ রিসোর্ট, ৪০ রেস্টুরেন্ট ও ৬০টি ঘরবাড়ি পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১শ কোটি টাকারও বেশি বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত হোটেল-মোটেল মালিক ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করে।

এদিকে সাজেক ইউপি সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সাজেকে আগুন লেগে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে প্রায় ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার বলেন, “আগুনের তীব্রতা এবং পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস পৌঁছেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।”