DailySangram-Logo-en-H90

বাংলাদেশ

মিছিলের উত্তাল ঢেউ কাপালো গাজীপুর এটিএম আজহারের মুক্তি না দিলে রাজপথ ছাড়বো না --অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠল গোটা শহর। হাজারো নেতা-কর্মীর পদচারণায় এক বিশাল গণজোয়ারে পরিণত হয় গাজীপুর মহানগর।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠল গোটা শহর। হাজারো নেতা-কর্মীর পদচারণায় এক বিশাল গণজোয়ারে পরিণত হয় গাজীপুর মহানগর।

খণ্ড খণ্ড মিছিল থেকে জনসমুদ্রে রূপান্তর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই মহানগরের শিববাড়ি মোড়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক সদস্যও এতে যোগ দেন। মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়। শিববাড়ি মোড়ে জমায়েত হয়ে হাজারো মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠে একই দাবি তুলে ধরেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই! জামায়াতের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দাও! গগনবিদারী স্লোগানে মুখরিত গাজীপুর সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন। এরপর একে একে বক্তারা সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। তিনি বলেন আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা রাজ পথ ছেড়ে যাবনা।