রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আল্লাহর গজব থেকে রক্ষা পেতে কোরআনমুখী হতে হবে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদরাসা প্রধান পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব (দা.ব.আ.) বলেছেন, আমাদের অপরাধ ও গুনাহের কারণে আমাদের উপর একের পর এক গজব নাজিল হচ্ছে। কোরআন শরীফের শিক্ষা ও আদর্শ ছেড়ে দেয়ায় পদে পদে মুসলমানরা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে। তিনি বলেন, আল্লাহর আজাব গজব থেকে রক্ষা পেতে আমাদের আল্লাহমুখী হতে হবে। গত শুক্রবার বিকেলে জিরি মাদরাসা পরিচালিত কর্ণফুলী থানাধীন ইছানগর বায়তুল করিম আল-ইসলামিয়া মাদ্রাসার ৯ম বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব বেশি বেশি করে আল্লাহর জিকির ও রাসুলে আকরাম (সা:)-এর উপর দরুদ পাঠ করার আহবান জানিয়ে বলেন, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা:)-এর উপর কোন মুসলমান একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাববুল আলামিন তার উপর ১০ বার দরুদ পাঠ করেন। মাহফিলে তকরির পেশ করেন-জামেয়া দারুল মা-আরিফ আল-ইসলামিয়ার প্রধান পরিচালক রাবেতা আল-আদব আল-ইসলামীর বাংলাদেশ ব্যুরো প্রধান আল্লামা সুলতান যওক নদভী, ঢাকার মাওলানা নজরুল ইসলাম, কাফকো জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আবুল হোসাইন, জিরি মাদরাসার মোহাদ্দিস মাওলানা আবদুস সালাম, পটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আকতার হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, শিল্পপতি মোহাম্মদ লোকমান, ইছানগর মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা হাফেজ নুরুল আনোয়ার, জিরি মাদরাসার মোহাদ্দিস মাওলানা মুফতী শোয়াইব, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক ও বাঁশখালী মনকিচর দারুল হিকমাহ মাদরাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমদ, জিরি মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব, মাওলানা আইয়ুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ