ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

১৯ জুন থেকে আবার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু

সংগ্রাম অনলাইন ডেস্ক: আগামী ১৯ জুন থেকে আবারও করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

আজ বুধবার (১৬ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

ডা. নাজমুল বলেন, ১৯ জুন থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হবে। ঢাকার যেসব মেডিক্যাল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেওয়া শুরু করবো। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।

গতকাল মঙ্গলবার (১৫ ‍জুন) পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ