রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

রাজশাহীতে পিএইচপি ‘কুরআনের আলো’র প্রতিযোগিতার ইয়েস কার্ড বিতরণ

রাজশাহী অফিস : ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২০-এর রাজশাহী অঞ্চলের ১২তম অডিশন অনুষ্ঠিত হয়। গত শনিবার রাজশাহী নগরীর তেরখাদিয়ায় কাশফুল কুরআন ইনস্টিটিউটে এই প্রতিযোগিতায় ৭ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার মো. আরিফ বিল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল, শিল্পপতি মো. ইবরাহীম খলিল ও ফয়সাল গার্মেন্টস’র সত্ত্বাধিকারী মো. আরিফুল ইসলাম।  প্রধান আলোচক ছিলেন মাদারল্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো: ইউসুফ ইসলাম ও বিশেষ আলোচক মসজিদ-ই-নুর কমপ্লেক্স-এর খতিব মাওলানা মো. রুহুল আমিন। পিএইচপি কুরআনের আলো কর্মসূচির কেন্দ্রীয় বিচারক মাওলানা নুরুজ্জামান বিশেষ বক্তা ছিলেন। স্বাগত বক্তব্য দেন পিএইচপি কুরআনের আলো রাজশাহী অঞ্চলের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ জামিরুল ইসলাম ও সভা পরিচালনা করেন সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান মামুন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কাশফুল কুরআন ইনস্টিটিউট-এর চেয়ারম্যান মাওলানা এইচ. এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআনের হাফেজদের উৎসাহ প্রদানে অতিথি ও আলোচকবৃন্দ আল কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অতিথিবৃন্দ অভিপ্রায় ব্যক্ত করেন যে, রাজশাহী অঞ্চলের সুনাম অর্জনের জন্য বিজয়ীরা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার রয়েছে এন.টিভি চ্যানেল।

অনলাইন আপডেট

আর্কাইভ