ঢাকা, শুক্রবার 0 May 2024, ২০ বৈশাখ ১৪৩০, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

রংপুরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৫৩

অনলাইন ডেস্ক: ফেইসবুকে সাম্প্রদায়িক উস্কানিকে কেন্দ্র করে রংপুরে সৃষ্ট সহিংসতার ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এ ঘটনায় শনিবার পুলিশ গঙ্গাচড়া থানা ও কোতোয়ালি থানায় দুটি মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৫৩ জনকে।

রংপুরে সদর  সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গঙ্গাচড়া, তারাগঞ্জ ও সদর উপজেলায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।

বাকি ২০ জনকে কোতওয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রংপুরের পাগলাপীর এলাকায় এক হিন্দু যুবক মহানবী হযরত মুহম্মদ (সাঃ)কে নিয়ে  ফেসবুকে সাম্প্রদায়িক পোষ্ট দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ধর্মপ্রাণ মুসলিম জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশের সাথে তাদের সঘংর্ষ হয়। এ সময় পুলিশের  গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে একজন নিহত হন। আহত হন আরও অন্তত ১১ জন। সংঘর্ষের মধ্যেই কয়েকটি বাড়িতে আগুন দেয় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।

হামলার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে দুই বান্ডেল করে টিন ও তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। আর বাড়িঘর তৈরির জন্য প্রশাসন সব খরচ বহন করবে।

রাতে প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ অন্য দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ