রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক ও পুরস্কার প্রদান

চট্টগ্রাম অফিস: ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৭ জন বিশিষ্ট নাগরিক ও গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করে। ২৬শে মার্চ শনিবার, বিকালে চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী, গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন সমাজ গবেষক প্রফেসর ড. গাজী সালেহউদ্দিন, চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পতেঙ্গার কৃতী সন্তান ডা. মোঃ আইয়ুব আলী (মরণোত্তর), সমাজসেবায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর পিতা  আবদুল হাকিম কন্ট্রাক্টর (মরণোত্তর), সাংবাদিকতায় অবদানের জন্য সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য আল্লামা মোহাম্মদ ইকবাল (মরণোত্তর)কে প্রদত্ত স্বাধীনতা স্মারক সম্মাননা পদক তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে মরহুম ডা. মোঃ আইয়ুব আলীর পক্ষে পদক গ্রহণ করেন তাঁর একমাত্র পুত্র আক্তারুজ্জামান খোকন, মরহুম আল্লামা মোহাম্মদ ইকবালের পক্ষে পদক গ্রহণ করেন তাঁর স্ত্রী হাসিনা আকতার এবং মরহুম আবদুল হাকিম কন্ট্রাক্টর এর পক্ষে পদক গ্রহণ করেন তাঁর নাতি সংসদ সদস্য মোহাম্মদ দিদারুল আলম। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম।

অনলাইন আপডেট

আর্কাইভ